More

    বরিশালে রাজনৈতিক দলগুলো যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    অবশ্যই পরুন

    বরিশালে রাজনৈতিক দলগুলো যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে।

    স্টাফ রিপোর্টারঃআজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩।বাংলাদেশ ইতিমধ্যে পার করেছে স্বাধীনতার ৫৩ বছর। দেশটা স্বাধীন হবার পিছনে যে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের অবদান রয়েছে সেই সকল মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বরিশালের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

    বরিশাল  নগরীর ৩০ গোডাউনস্থ্য ওয়াপদা কলোনীর  ৭১ ‘র স্মৃতি বিজরিত নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমির শহীদদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড.এ,কে,এম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সহ-৩০ টি ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বরিশাল জেলা আওয়ামীলীগের সধারন সম্পাদক এ্যাড.তালুকদার মোঃইউনুস’র নেতৃত্বে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা আ’লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

    বরিশাল মহানগর ও জেলা আওয়ামীলীগ’র একাংশ সদর আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম’র পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, ১০ ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামীলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।

    বরিশাল ডিসি অফিস সম্মুখের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ। মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক’র নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানায় মহানগর’র আওতাধীন ৩০ ওয়ার্ডের নেতৃবৃন্দ। আর জেলা (দক্ষিণ)বিএনপির আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব  এ্যাড.আবুল কালাম শাহীনের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন থানা ও উপজেলার নেতৃবৃন্দ।
    উত্তর জেলা বিএনপি’র আহবায়ক দেওয়ান মোঃশহিদুল্লাহ্ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল’র নেতৃত্বে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এছড়াও জাতীয় পার্টি বরিশাল মহানগর ও জেলা, বাসদ বরিশাল জেলা ও মহানগর, কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের  ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, গণঅধিকার পরিষদ, সহ-বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় মৌসুমি মামলার হিরিক বাড়ি ছাড়া ৬ সাংবাদিক নিন্দার ঝড়!

    মোঃ রোকনুজ্জামান শরীফ , মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক মামলার হিরিকে রেহাই না পেয়ে বাড়ি ছেড়েছেন ছয় সাংবাদিক।ছয়জন সাংবাদিককে...