More

    পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে জন্য খাদ্য সহায়তা বিতরণ।।

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের উদ্যোগে (বিসিপিসিএল) পবিত্র রমজান মাস এবং
    আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে কলাপাড়া উপজেলার ৭৩০ জন ্#৩৯;অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য্#৩৯; খাদ্য
    সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০ টায় ধানখালী ইউনিয়নের স্বপ্নের ঠিকানা আবাসন
    প্রাঙ্গনে এবং দুপুর ২ টায় ধানখালীর লোন্দা এতিমখানা প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়।
    বিসিপিসিএল সূত্রে জানা গেছে, উপজেলার ধানখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫৫০ জন অসহায়
    মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে
    আরও ৫০ জন অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এ ছাড়া পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট
    বিদ্যুৎ কেন্দ্রের পুনর্বাসন প্রকল্প স্বপ্নের ঠিকানার ১৩০ জন সুবিধাবঞ্চিত মানুষকেও এ সহায়তা
    কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
    রোজা ও ঈদকে সামনে রেখে প্রতি প্যাকেটে ছিল চাল ১০ কেজি, মসুর ডাল ২ কেজি, আলু ২ কেজি,
    সয়াবিন তেল ২ লিটার, লবণ ১ কেজি, ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, সেমাই ১ কেজি, চিনি ১
    কেজি, দুধ পাউডার ২৫০ গ্রাম। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের তদারকির দায়িত্বে ছিলেন কলাপাড়া
    উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ
    কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী হারুন অর রশীদ, সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো প্রমুখ
    কর্মকর্তাবৃন্দ।
    পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো বলেন,
    সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিসিপিসিএল সর্বদা অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে
    এবং প্রতিনিয়ত সহায়তার করে আসছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঢাকায় ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার, জানা গেল পরিচয়

    রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম...