More

    পরিস্থিতি পাল্টে গেছে! গৌরনদী-আগৈলঝারায় বিএনপি’র তিন নেতার ঈদ

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক: পাঁচ বছরে এই প্রথম বিএনপি’র তিন নেতা নিজ এলাকায় ঈদ করতেে এসেছেন কোন বাধা ছাড়াই। বিএনপি’র কেন্দ্রীয় এই তিন নেতা নির্বিঘ্নে ঈদ করেছেন- দলীয় নেতা-কর্মী, নিজ পরিবার ও স্বজনদের সাথে আনন্দের সাথেই ঈদ উদযাপন করেছেন। ফলে ভিন্ন আনন্দময় আবহ ও উচ্ছাস ছড়িয়ে পড়েছে গৌরনদী-আগৈলঝারা এলাকায়। রাজনৈতিক মহলেও ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। কারন তিন নেতাই আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। তারা হচ্ছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।

    দলের স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন,বিগত কয়েক বছর যাবত ক্ষমতাসীন আওয়ামী লীগের বাধা ও চাপের মুখে বিএনপির কেন্দ্রীয় নেতারা এলাকায় ঈদের নামাজ পড়তে পারেননি। এমনকি গৌরনদী-আগৈলঝাড়ার অসংখ্য নেতা-কর্মী মামলার শিকার হয়ে এলাকা ছেড়েছেন। এবারে ঈদের দুই দিন আগে বৃহস্পতিবার তিনজন নেতা জহির উদ্দিন স্বপন, আকন কুদ্দুসুর রহমান ও ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করা, মা-বাবার কবর জিয়ারত ও নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী প্রত্যেকেই শুক্রবার গ্রামের বাড়িতে আসেন।

    শনিবার সকাল ৮টায় গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের মেদাকুল জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন আকন কুদ্দুসুর রহমান। নামাজ শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থান জিয়ারত ও নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকার গঠনের পর বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও শত শত মামলা দিয়ে এলাকাছাড়া করেছে। কেন্দ্রীয় নেতাদের এলাকায় আসতে দেয়নি। এবার বিএনপির হাইকমান্ডের নির্দেশ ছিল, এলাকায় নামাজ আদায় ও তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে হবে। তাই সর্বাত্মক ঝুঁকি নিয়ে গ্রামে এসেছি এবং নামাজ আদায় করেছি।’

    গৌরনদীর সরিকল গ্রামে স্কুল মাঠ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি নামাজ আদায় করে মা-বাবার কবর জিয়ারত করেন এবং নেতা-কর্মীদের প্রতি শুভেচ্ছা বিনিময় করে সকাল ১০টায় এলাকা ত্যাগ করেন। জহির উদ্দিন স্বপন এ ব্যাপারে নিজের ফেসবুক পাতায় পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, নিজ গ্রামে ঈদের নামাজ পড়া, মা-বাবার কবর জিয়ারতসহ নেতা-কর্মীদের প্রতি শুভেচ্ছা জানানোর পরিবেশ সৃষ্টি করার জন্য প্রশাসনের প্রতি ধন্যবাদ।

    একইভাবে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান। তিনি গ্রামবাসী ও নেতা-কর্মিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পেরে উচ্ছসিত। শীঘ্রই ঈদ পুনর্মিলণী আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...