ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের হামলায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে বিমান হামলায় তিনজন এবং অন্য একটি ঘটনায় রামাল্লাহ শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরেকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সোমবার সকালে কমপক্ষে ১০ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং ধ্বংসস্তূপ থেকে এখনও ধোঁয়া উড়ছে।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদী বলেন, জেনিনে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে- মনে হচ্ছে ভূ-পৃষ্ঠে যুদ্ধ শুরু হয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর-পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ব্যাপক হামলা শুরু করেছে। একাধিক বিমান হামলার মাধ্যমে এটি শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলোতে একটি আবাসিক ব্লক থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত ও ১২ জন আহত হয়েছেন।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ‘জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলা চালাচ্ছে।তারা বলেছে, ‘সন্ত্রাসীরা আস্তানা হিসেবে জেনিন ক্যাম্প ব্যবহার করছে। তারা বেসামরিকদের ক্ষতি করছে। এমন অবস্থায় আমরা নিষ্ক্রিয় থাকব না। ’হামলার শিকার ব্লকটি একটি ‘সন্ত্রাসী ঘাঁটি’ ছিল বলে আইডিএফ দাবি করেছে।