ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন মতবিনিময় সভা করেছে। গত ১১ জুলাই বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদ কার্যালয়ে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বরিশাল জেলা কমিটি’র উদ্যোগে মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় সরকারের উদ্দেশ্য বক্তারা বলেন, বরিশাসহ দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহ বন্ধ করতে হবে।
আর অগ্রাধিকারের ভিত্তিতে ভোলাসহ বরিশাল বিভাগে গ্যাস সংযোগের দাবিতে জানিয়েছেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের নবগঠিত বরিশাল জেলা শাখার আহবায়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজিজ খোকন ও সভা পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ও ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের নবগঠিত বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। বক্তারা আরও বলেন, ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহার না করে ইন্ট্রাকো কম্প্যানির সাথে ঢাকায় ভোলা থেকে গ্যাস সরবরাহের চুক্তি বাতিল করার দাবি জানানো হয় এই মতবিনিময় থেকে।
অগ্রাধিকারের ভিত্তিতে ভোলাসহ বরিশাল বিভাগে শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার জন্য বক্তারা জোর দাবি জানান উপস্থিত নেতৃবৃন্দ । এসকল দাবিতে আগামী ১৮ জুলাই অশ্বিনী কুমার হলচত্বর থেকে বিভাগীয় কমিশনার কার্যালয় বরাবর পদযাত্রায় যোগ দেয়ার জন্য বক্তারা বরিশালবাসীর প্রতি আহবান জানান। সভায় ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে এই পদযাত্রার প্রচারে ১৫ ও ১৬ জুলাই নগরীর
বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক শহিদুল ইসলাম মিরন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দ্দন দত্ত নান্টু, বাংলাদেশ জাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদ বাদল, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাঢ়ৈ, সদস্য বীরেন রায়, উদীচী বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, চারুকলা বরিশাল জেলা শাখার অন্যতম সংগঠক এডভোকেট সুভাষ চন্দ্র দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, বিশিষ্ট আইনজীবী আবু আল রায়হান, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার সংগঠক জ্যোৎস্না বেগম প্রমুখ।