More

    বরগুনা জেলার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ভেসে এলো ৬ ফুট দৈর্ঘ্যর একটি মৃত ডলফিন

    অবশ্যই পরুন

    বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা মৃত ডলফিন দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ডলফিনটিকে উদ্ধার করেছেন। মৃত ডলফিন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল।পরে বনবিভাগের কর্মীরা মৃত ডলফিনটিকে উদ্বার করে বুড়িশ্বর নদীর চরে মাটি চাপা দেয়।

    তালতলী উপজেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সকাল সোয়া ১০টার দিকে আমরা জানতে পারি নলবুনিয়া শুভসন্ধ্যা সমুদ্র সৈকত চরে একটি মৃত ডলফিন আটকে আছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করা হয়।

    যেহেতু দুর্গন্ধ ছড়াচ্ছিল এজন্য মৃত ডলফিনটিকে বুড়িশ্বর নদীর চরে মাটি চাপা দেয়া হয়েছে।ডলফিনটি ৬ ফুট দৈর্ঘ্য এবং ২ ফুট প্রস্থ ছিল। ডলফিনটির মৃত্যুর কারণ হিসেবে বণ কর্মকর্তা বলেন, এটি সম্ভবত বেশ কয়েকদিন আগে সাগরে জেলেদের জালে আটকে পড়ে মারা যায়। ডলফিনটির লেজ ও গলায় আঘাতের চিহ্ন ছিল। রাসেল মাহমুদ বরগুনা

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টি-টোয়েন্টিতে কতটা নাজুক বাংলাদেশ-শ্রীলঙ্কা?

    গত এক দশকের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ ১০ দলের মাঝে বাংলাদেশ ও শ্রীলঙ্কার রানরেট সবচেয়ে কম। প্রশ্ন উঠতেই পারে, এশিয়ার...