More

    বরগুনায় জামায়াত সেক্রেটারিসহ গ্রেফতার ২

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনা প্রতিনিধিঃ
    বরগুনায় নাশকতার মামলায় এজাহারভূক্ত জেলা জামায়াতের সেক্রেটারি এস.এম. আফজুলুর রহমান ও সদস্য জহিরুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার বেলা ২ টার দিকে বরগুনা শহরের মাছ বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বরগুনা থানায় ইতোপূর্বে দায়ের করা নাশকতার একটি মামলায় এজাহারভূক্ত আসামি ছিলেন জামায়াত সেক্রেটারি আফজালুর রহমান এবং জহিরুল হক।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. মোমেন বলেন, বেলা ২ টার দিকে ২ জনকে শহরের মাছ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্বে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টি-টোয়েন্টিতে কতটা নাজুক বাংলাদেশ-শ্রীলঙ্কা?

    গত এক দশকের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ ১০ দলের মাঝে বাংলাদেশ ও শ্রীলঙ্কার রানরেট সবচেয়ে কম। প্রশ্ন উঠতেই পারে, এশিয়ার...