More

    আগৈলঝাড়ায় জাতীয় শ্রমিক লীগের ত্রি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ   বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি— বার্ষিক সম্মেলন মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। রাজিহার ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া। রাজিহার ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মুরাদ সিকদারের সভাপতিত্বে সম্মেলনে সাংগঠনিক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম হেমায়েত উদ্দিন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা সাইদুল সরদার, অনিমেষ মন্ডল, যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সু—সংগঠিত করে দলের বিজয় নিশ্চিত করতে জাতীয় শ্রমিক লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রসংগত, গত ১০ সেপ্টেম্বর উপজেলা শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নে শ্রমিক লীগের ত্রি—বার্ষিক সম্মেলন করার সিদ্ধান্ত অনুযায়ী রাজিহার ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিল পাকিস্তান

    ডিসেম্বরে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ। তবে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ব্যস্ত...