More

    আগৈলঝাড়ায় নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনের টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্ত্রী তিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনা আক্তার।

    স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে জুলফিকার আলী তিন বছর পূর্বে গৈলা ইউনিয়নের মৃত শাহ মোহাম্মদের মেয়ে তিনা আক্তার টিনা (২৩)কে বিয়ে করে। বিয়ের পর থেকেই মাদক সেবনের জন্য পিতার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীকে মাঝে মধ্যেই নির্যাতন করে আসছিল স্বামী জুলফিকার।

    জুলফিকার আলী একজন মাদকসেবী। সে একাধিক বার পুলিশের হাতে মাদকসহ গ্রেপ্তার হয়েছিল। নির্যাতিতা তিনা আক্তার বলেন, আমার স্বামী একজন মাদকসেবী। মাদক সেবনে বাঁধা দিলে আমাকে নির্যাতন করত। বৃহস্পতিবার রাতে মাদক সেবনের জন্য পিতার বাড়ি থেকে টাকা এনে দিতে বলে। আমার পিতা দরিদ্র হওয়ায় বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করায় আমাকে নির্যাতন করে গুরুতর আহত করে ফেলে রাখে।

    পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে অভিযুক্ত জুলফিকার আলীর সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মাদক সেবনের টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মামলা উত্তোলনের জন্য মা ও মেয়ের ওপর হামলা

    জমি সংক্রান্ত বিরোধে দায়ের করা মামলা উত্তোলনের জন্য বিধবা আয়েশা বেগম ও তার মেয়ে রিনা বেগমকে মারধর করে আহত...