More

    টাইগার বোলারদের দাপটে অল-আউট নিউজিল্যান্ড

    অবশ্যই পরুন

    নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই চেপে ধরেছিল টাইগার পেসাররা। এরপর নিকোলস-ব্লান্ডেলের জুটিতে শুরুর সেই ধাক্কা সামলেও ওঠে নিউজিল্যান্ড। এতে নির্ধারিত সময়ের আগেই ২৫৪ রানে অল-আউট হয়ে গেছে নিউজিল্যান্ড দল।

    শনিবার (২৩ সেপ্টেম্বর) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। বল হাতে নেমে ইনিংসের শুরু থেকেই কিউই ব্যাটারদের সামনে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হন টাইগার পেসার মুস্তাফিজুর ও হাসান ।

    ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম সফলতার দেখা পান ফিজ। দুর্দান্ত এক বাউন্সারে নিউজিল্যান্ডের উইল ইয়ংকে ধরাশায়ী করেন বাঁ-হাতি মুস্তাফিজুর। টাইগার অধিনায়ক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। এরপর নিউজিল্যান্ড শিবিরে আবার আঘাত হানেন মুস্তাফিজুর ।

    নিজের করা পরের ওভারেই আরেক ওপেনার ফিন অ্যালেনকে সাজঘরের পথ দেখান মুস্তাফিজুর । এবার তার বলে ক্যাচ নেন জাতীয় দলে ফেরা সৌম্য সরকার। বিদায়ের আগে ১৫ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করেন এই ব্যাটার। এরপর হাসান মাহমুদের দুর্দান্ত এক ইয়র্কারে ঘুরিয়ে খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি ব্লান্ডেল। এতে ৬৬ বলে ব্যক্তিগত ৬৮ রান করে বোল্ড হয়ে ষষ্ঠ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন তিনি।

    এতে অল্পতেই গুঁটিয়ে যাওয়া নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে বোলিংয়ে ৩ উইকেট শিকার করেন শেখ মাহেদি হাসান ও খালেদ আহমেদ এবং মুস্তাফিজুর রহমান পান ২টি করে উইকেট। এছাড়া হাসান মাহমুদ, ও নাসুম আহমেদ নেন ১টি করে উইকেট।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...