More

    বরিশালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে জেলা প্রশাসনের র‍্যালি-আলোচনা সভা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ পালিত হয়েছে। এবছরের স্লোগান ছিল জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি।

    দিবসটি উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

    সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নাগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

    পরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিথিরা জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈ।

    বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান,চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

     বরিশালে পানিতেই চলছে ক্লাস, ৩৫ বছরেও মেলেনি পাকা ভবন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১৩০ নম্বর দক্ষিণ ভূতেদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হলেও, দীর্ঘ...