More

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ অক্টোবর সকাল ৯ টায় পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি’র এই মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

    সভার শুরুতেই সভাপতি বিএমপি’র সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।

    এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সাইবার স্পেস ও অনলাইন প্লাটফর্মের অপরাধ সংক্রান্তে সবাইকে সচেতন থেকে সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্লাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে চলার নির্দেশ প্রদান করেন।

    এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন গোপালগঞ্জ জেলা সফর উপলক্ষে ভিভিআইপি ডিউটিতে মনোনীত বিএমপি’র অফিসার-ফোর্সদের কর্তব্যে নিয়োজিত থাকাকালীন করণীয় ও বর্জনীয় সংক্রান্ত বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আসন্ন বাৎসরিক মাসকেট্রি- ২০২৩/২০২৪ অনুশীলন সংক্রান্তে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নিদর্শনা দেয়। এ সময় বিএমপি’তে কর্মরত (১) টিএসআই/মোঃ নজরুল ইসলাম ও (২) কনস্টেবল মোঃ আঃ সালাম কে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।

    সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি)মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের, সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

     বরিশালে পানিতেই চলছে ক্লাস, ৩৫ বছরেও মেলেনি পাকা ভবন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১৩০ নম্বর দক্ষিণ ভূতেদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হলেও, দীর্ঘ...