More

    পি‌রোজপু‌রের ট্রাক চাপায় মাছ ব্যবসায়ী নিহত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী মোঃ জলিল হাওলাদার (৫৫) ট্রাক চাপায় নিহত হ‌য়ে‌ছে।

    মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি বাড়ি মসজিদের সামনে এ সড়কে দূর্ঘটনা ঘটে।

    জলিল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভার মৃত ইসমাইল হাওলাদারের পুত্র। স্থানীয়রা জানান, জলিল হাওলাদার একজন মাছ ব্যবসায়ী।

    আনুমানিক ভোর ৫টার দিকে মোটরসাইকেল যোগে মঠবাড়িয়া উপজেলা থেকে ইন্দুরকানি পাড়েরহাট মৎস্য বন্দর যাওয়ার পথে ভান্ডারিয়া মোল্লাবাড়ি মসজিদের সামনে রাস্তায় নষ্ট হ‌য়ে প‌ড়ে থাকা ট্রা‌কের পিছ‌নে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা লাগে পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

    ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, মৃত্যুর ঘটনা নিয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে

    তেত্রিশ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু এবং হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। শনিবার বিকাল...