More

    এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮৭ জনের বেশি মৃত্যু

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছরে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৬ হাজার ৯০১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

    এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৭৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১৮৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৫০ জন, ভোলা সদর হাসপাতালে ১০ জন,

    বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে নয় জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে,

    গত ২৪ ঘণ্টায় বরিশালে ৩৬ জন, পটুয়াখালীতে ১৬ জন, পিরোজপুরে ২৯ জন, ভোলায় দুজন, বরগুনায় ১২ জন ও ঝালকাঠিতে সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

    সোমবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৩৫ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালসহ ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের সাতটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  মঙ্গলবার...