স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সাদিক আব্দুল্লাহ এবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার দিনভর নেতাকর্মীদের সাথে বেঠকে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এছাড়া মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ নৌকার প্রার্থী জাহিদ ফারুকের বরিশাল ৫ আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন,
এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় প্রকাশ করেছেন তার অনুগত সিটির ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সাঈদ আহম্মেদ মান্না। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মান্না ভিডিওটিতে বলেছেন, ৭ জানুয়ারি সারা দিন সাদিক আব্দুল্লাহ ভাইকে ভোট দিন।
যদিও সাদিক আব্দুল্লাহ বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে মনোনয়ন বঞ্চিত হওয়ার গতকাল রোববার রাত থেকে তার কর্মী-সমর্থককেরা ‘খেলা হবে, খেলা হবে’ একের পর এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে আসছেন।
সর্বশেষ অনুরুপ স্ট্যাটাস দিয়েছেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিবর হোসেন টুটুল।
এর কিছুক্ষণ পরে সাঈদ আহম্মেদ মান্না ভিডিও পোস্টে সাদিক আব্দুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি ঘোষণা করেন। এর আগে সাবেক সিটি মেয়র নেতাকর্মীদের নিয়ে বরিশাল ক্লাবে রুদ্ধদার বৈঠক করেন।