More

    উজিরপুরে ট্রাক পোড়ানোর মুল হোতা শাকিল গ্রেফতার

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধিঃ অবোরোধের সমর্থনে ঢাকা – বরিশাল মহাসড়কে বামরাইলে সুপারী বোঝাই ট্রাকে আগুন দেয়ার ঘটনার মুল হোতা রাকিবুল ইসলাম শাকিলকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানার পুলিশ।

    ২৮ নভেম্বর মঙ্গলবার তাকে গ্রেফতার করে উজিরপুর মডেল থানার পুলিশ। গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম শাকিল উজিরপুর উপজেলার পূর্ব ধামসর গ্রামের হারুন আর রশিদের পুত্র গত ২৬ নভেম্বর  রাত ৪ টার দিকে  মুলাদী থেকে সুপারী নিয়ে একটি ট্রাক নরসিংদী যাওয়ার পথে উপজেলার বামরাইলে দূবৃর্ত্তরা ট্রাকে আগুন দেয়।

    এ ঘটনায় ট্রাক চালক কাওসার খান বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

    উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানিয়েছেন দলের পদ পদবীর আশায় শাকিল ট্রাকে আগুন দিয়েছে বলে পুলিশের কাছে প্রাথমিক ভাবে স্বীকার করেছেন। বুধবার তাকে আদালতে সোপর্দ কারা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দপদপিয়ায় পুলিশের তৎপরতায় চো’রাই মালসহ বাবু-রায়হান আটক

    ঝালকাঠির নলছিটি উপজেলায় থানা পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দিবগত...