More

    মেহেন্দীগঞ্জে গোসলে গিয়ে স্ত্রীর সামনেই পুকুরে ডুবে মৃত্যু

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালের মেহেন্দীগঞ্জে গোসল করতে গিয়ে স্ত্রীর সামনেই পুকুরে ডুবে নিজাম খন্দকার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    আজ শুক্রবার দুপুরে কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের কাদিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিজাম খন্দকারের স্ত্রী সুরমা বেগম বলেন, আজ শুক্রবার দুপুরে তিনি তাঁর স্বামীকে গোসলের জন্য পুকুর ঘাটে নিয়ে যান।

    একপর্যায়ে নিজাম খন্দকার পা পিছলে পুকুরে পড়ে যান। ভারী শরীর হওয়ায় ধরে রাখতে পারেননি তিনি। স্বামী ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে নিজাম খন্দকারকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মুলাদী হাসপাতালের চিকিৎসক সাইমুন মাহমুদ বলেন, নিজাম খন্দকারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন,

    স্বজনদের কোনো অভিযোগ না থাকায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে দাফনের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। শিশুটির চাচা...