উজিরপুর প্রতিনিধি : উজিরপুরে উপজেলা পর্যায়ে ইমাম ও আলেম ওলামাদের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
৬ ফ্রেব্রুয়ারী সকাল ১১টায় উজিরপুর উপজেলা হলরুমে ইসলামিক ফাউন্ডেশন উজিরপুর উপজেলা শাখা কতৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী, এসআই তরুন কুমার উজিরপুর উপজেলা মসজিদের ইমাম মাসুমবিল্লা।
ইসলামিক ফাউন্ডেশন উজিরপুর উপজেলা শাখার সুপার ভাইজার জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তারা সমাজে ইমামদের গ্রহণযোগ্য অবস্থানে থেকে সামাজিক সম্প্রতী বজায় রাখতে অপকর্ম প্রতিরোধে সকল শ্রেনী পেশার জনগনকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের অনুরোধ করেন।