More

    ইজতেমা ময়দানে ৬১‌ দেশের ৭৮৮৬ বিদেশি মেহমান

    অবশ্যই পরুন

    টঙ্গীর তুরাগ তী‌রে চলমান ইজ‌তেমার দ্বিতীয় প‌র্বে শনিবার পর্যন্ত ৬১ দেশের ৭৮৮৬ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন বলে গেছে। বি‌দে‌শি মেহমানের অংশগ্রহণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইজ‌তেমা আ‌য়োজক ক‌মি‌টি।

    দ্বিতীয় পর্বের‌ মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম শ‌নিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ব ইজতেমায় আসা বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা আ‌য়োজক ক‌মি‌টি।

    আয়োজক কমিটি জানায়, বিদেশি মেহমানদের মধ্যে পশ্চিমবঙ্গের বাংলা ভাষার ২৪২৩ জন, উর্দু ২২৫৫ জন, ইংলিশ ২৪১৫ জন, আরব ৪৮৩ জন। এ ছাড়া ১৫০ জন বিদেশি ছাত্র এবং অন্যান্য ১৬০ জন।

    এ ছাড়া ৬১টি দেশের মধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুদান, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, জর্দান ও যুক্তরাজ্য অন্যতম।

    এদিকে বিদেশি মেহমানদের খিত্তা ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ, র‌্যাবসহ সব বাহিনীর উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এ ছাড়া বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা-খাওয়া, যাতায়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার একমাত্র...