More

    ভুয়া শব্দকে ‘ইভটিজিং’ এর আওতায় এনে শাস্তির দাবি জানালেন হিরো আলম

    অবশ্যই পরুন

    বইমেলা থেকে বিতাড়িতের ঘটনায় অভিযোগ দিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হিরো আলম লিখিত অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান।

    এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বের করে দেন শতাধিক দর্শনার্থী।

    ডিবি কার্যালয় থেকে বের হয়ে এ বিষয়ে হিরো আলম বলেন, ‘একজন মানুষকে কোনো জায়গা থেকে বের করে দেওয়ার অধিকার কেউ রাখে না। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, বইমেলায় আমাকে ভুয়া বলে দুয়োধ্বনি দিয়ে অপমান করা হয়েছে। সে জন্য আমি ডিবি কার্যালয়ে এসেছি।’

    এ সময় ভুয়া শব্দকে ইভটিজিংয়ের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।

    উল্লেখ্য, এর আগে ৯ ফেব্রুয়ারি বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় স্ত্রীকে নিয়ে নিজের লেখা বইয়ের প্রচারণায় যান মুশতাক। একপর্যায়ে পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ক্ষোভের মুখে পড়েন এই দম্পতি। দুয়োধ্বনি দিয়ে তাদের বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

    আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। রোববার ফুরফুরে মেজাজে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নামে টাইগাররা। আর...