কালকিনিতে আল-হেরা মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কালকিনি পৌর বড় ব্রিজ সংলগ্ন মাছ বাজারের পশ্চিম পাশে পাঙ্গাশিয়া এলাকায় অবস্থিত মাদ্রাসায় পরিচালক হাফেজ মুহাঃ হাসান এর সভাপতিত্বে আলোচনা ও দোয়ায় অতিথি গোপালপুরের ধ্বজী হামেদিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ আল মুসলিম,
ঢাকা-গাবতলি মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি আলী আহম্মদ, মিনাজদী মাদ্রাসার মুহতামিম মাওলানা আক্তারুজ্জামান, হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ জাহেদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক মোঃ জসিম উদ্দিন সহ স্থানীয় অভিভাবক,মুসল্লিগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইফতারের প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের শেষে অতিথি ইফতারে অংশগ্রহণ করেন।