More

    আগৈলঝাড়ায় পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক মৃগী প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    লক্ষ্মী বিশ্বাস (৫৫) ওই গ্রামের সনাতন বিশ্বাসের মেয়ে। লক্ষ্মী বিশ্বাস এর পিতা সনাতন বিশ্বাস বলেন, আমার মেয়ে মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলেন। সবার অজান্তে বাড়ির পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, লক্ষ্মী বিশ্বাস বহুদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে পরে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার মৃত ঘোষণা করেন।

    স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে ডা. অংকুর কর্মকার জানান, লক্ষ্মী বিশ্বাস বহুদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। পরিবারের লোকজনের অগোচরে একটি পুকুরে পরে তার মৃত্যু হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...