More

    বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক

    অবশ্যই পরুন

    অলিউল্লাহ্ ইমরান , বরগুনাঃ বরগুনা সদর উপজেলার গ্রীন রোড এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক রিজিওনাল অফিসের মো. মারুফ পারভেজ, জেলা কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, রিজিওনাল ম্যানেজার (দাবি) উত্তম কুমার এবং রিজিওনাল ম্যানেজার (প্রগতি)। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক, জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ।

    ব্র্যাক রিজিওনাল অফিসের মো. মারুফ পারভেজ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় নিয়ে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ব্র্যাক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশের স্বপ্নরাজ্য পার্ক...