More

    আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনায় মতবিনিময়: বরিশাল ডিআইজির আগমন

    অবশ্যই পরুন

    আতিকুর রহমান ইশতি, বরগুনা প্রতিনিধি: বরগুনা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।

    গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বরগুনা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,
    সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা),

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার বিজ্ঞ জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

    মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং নির্বাচনকে অবাধ ও বিশ্বাসযোগ্য করতে সকল কর্মকর্তাকে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

    সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশের স্বপ্নরাজ্য পার্ক...