কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে বিশাল ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মাদ্রাসা মাঠে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন,
উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ঘটমাঝি ইউপিরচেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, সাবেক ছাত্রনেতা ইলিয়াস হোসেন, মাদ্রাসা বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হাওলাদার,
সহ-সভাপতি শাহআলম শিকদার, মাদ্রাসা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক রবিউল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত হোসেন সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহেদুজ্জামান আবদুল হাই, উপজেলা কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য নান্নু ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।