More

    নেছারাবাদে গাছের চূড়া থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

    অবশ্যই পরুন

    000 নেছারাবাদে নারিকেল পাড়তে উঠে গাছ থেকে পড়ে উত্তম বেপারী (৪২) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    শুক্রবার দুপুরে উপজেলার দৈহারী ইউনিয়নের থালিয়া গ্রামের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্বজনরা উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    উত্তমের ঘরে দেড় বছর ও তিন বছর বয়সি দুইটি কন্যা সন্তান রয়েছে। তিনি ওই ওয়ার্ডের মৃত নিকুঞ্জ বেপারীর ছেলে। ওয়ার্ডের ইউপি সদস্য মো: আলআমীন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, উত্তম খুবই অভাবি মানুষ। সে দিনমজুরী করে কোনমতে পরিবারের স্ত্রী ও দুই কন্যার ভরনপোষন চালাতেন।

    আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার নিজের গাছের নারিকেল পাড়তে গাছে উঠেন। এসময় গাছের চূড়ায় উঠে পা ফসকে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    ওয়ার্ডের ইউপি সদস্য মো: আল-আমীন জানান, শুক্রবার দুপুরে সে নিজের গাছে নারিকেল পাড়তে গাছে চড়েন। গাছে উঠে উপর থেকে সে নিচে পড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উত্তম সংসারে ছোট দুইটি কন্যা সন্তান রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...