পরিচ্ছন্ন সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটক দর্শনার্থীর ভিড় বেড়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে পর্যটকের আনাগোনা শুরু হয়।
ক্রমশ পর্যটকের ভিড় বাড়তে থাকে। শুক্রবার দুপুরে সৈকতের শূন্য পয়েন্টে এক বর্গকিলোমিটার এলাকা পর্যটকে পরিপূর্ণ হয়ে যায়। পর্যটকের পদভারে কুয়াকাটা মুখরিত হয়ে আছে।
শুক্রবার সকাল থেকে হাজারো পর্যটক সাগরে গোসলে মত্ত হয়ে ওঠে। উত্তাল ঢেউয়ের সঙ্গে এরা যেন মিতালি করছেন। আগতরা ঘুরছেন সৌন্দর্যমন্ডিত স্পটগুলোতে। দীর্ঘ একমাস পরে কুয়াকাটায় পর্যটকের উপচেপড়া ভিড়ে হোটেল মোটেলসহ সকল ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। তারা আগে থেকেই ব্যবসায়িক প্রস্তুতি নিয়েছেন। এখন চুটিয়ে ব্যবসা করছেন।
পর্যটকের উপচেপড়া ভিড়ে কুয়াকাটায় সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কুয়াকাটার হোটেল মোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করেন তাদের হোটেলের অধিকাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান তাদের দেড় শতাধিক হোটেলের ৮০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে। এখন আজকে থেকে যেভাবে পর্যটক আসছে তাতে কোন সিট খালি থাকবে না।
তবে স্থানীয়ভাবে আসা দর্শনার্থীর সংখ্যা প্রচুর। যারা বিভিন্ন যানবাহন রিজার্ভ করে সকালে এসে সূর্যাস্ত উপভোগ করে আবার ফিরছেন। পহেলা বৈশাখের ছুটি পর্যন্ত এমন ভিড় থাকবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশসহ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে। ফলে কোন ধরনের শঙ্কা নেই পর্যটকের নিরাপত্তা বিঘ্নের। মোটকথা কুয়াকাটা এখন পর্যটকের উপচেপড়া ভিড়ে মুখরিত রয়েছে।