More

    বরিশালে মাছ ধরতে গিয়ে কলেজছাত্রের গলায় ঢুকল ৬ ইঞ্চির বাইন মাছ

    অবশ্যই পরুন

    বাড়ির পাশে খালে মাছ ধরতে গিয়ে ৬ ইঞ্চির বাইন মাছ মুখে ঢুকে যায় স্কুলছাত্রের। পরে গলা কেটে বের করা হলো সেই মাছ। বরগুনার বেতাগী উপজেলার কাওরিয়া গ্রামে জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

    ভুক্তভোগী স্কুলছাত্র কাইউম সাংবাদিকদের জানান, গত ২৭ এপ্রিল বিকেলে বাড়ির পাশের খালে সে মাছ ধরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে খালের মধ্যে নেমে জাল তোলার সময় পানিতে ডুবে যায়। এ সময় তার হাতে থাকা একটি ৬ ইঞ্চির বাইন মাছ মুখের মধ্যে চলে যায়।

    সে অনেক কষ্টে তীরে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে। স্বজনরা জানান, তাকে উদ্ধার করে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসা হয়।

    পরে দীর্ঘ ৬ ঘণ্টা ধরে অপারেশনের পর বাইন মাছটি অপসারণ করতে সক্ষম হন চিকিৎসকেরা। শেবাচিম হাসপাতালের নাক, কান, গলা ও হেড নেক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, মাছটি শ্বাসনালীতে প্রবেশ করায় কাইয়ুমের শ্বাসকষ্ট হচ্ছিলো।

    ৬ ঘণ্টা ধরে অপারেশনের পর বাইন মাছটি অপসারণ গলা কেটে বের করা সম্ভব হয়েছে, তিনি এখন আশঙ্কামুক্ত।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দুমকিতে জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    মেহেদী হাসান শান্ত, দুমকি প্রতিনিধিঃ ২০০৬ সালের (২৮অক্টোবর) আওয়ামীলিগের লাঠি- বৈঠার তাণ্ডব নৃশংসতা ও বর্বরতায় খুনিদের বিচারের দাবিতে বাংলাদেশ...