More

    বরিশালে মাছ ধরতে গিয়ে কলেজছাত্রের গলায় ঢুকল ৬ ইঞ্চির বাইন মাছ

    অবশ্যই পরুন

    বাড়ির পাশে খালে মাছ ধরতে গিয়ে ৬ ইঞ্চির বাইন মাছ মুখে ঢুকে যায় স্কুলছাত্রের। পরে গলা কেটে বের করা হলো সেই মাছ। বরগুনার বেতাগী উপজেলার কাওরিয়া গ্রামে জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

    ভুক্তভোগী স্কুলছাত্র কাইউম সাংবাদিকদের জানান, গত ২৭ এপ্রিল বিকেলে বাড়ির পাশের খালে সে মাছ ধরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে খালের মধ্যে নেমে জাল তোলার সময় পানিতে ডুবে যায়। এ সময় তার হাতে থাকা একটি ৬ ইঞ্চির বাইন মাছ মুখের মধ্যে চলে যায়।

    সে অনেক কষ্টে তীরে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে। স্বজনরা জানান, তাকে উদ্ধার করে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসা হয়।

    পরে দীর্ঘ ৬ ঘণ্টা ধরে অপারেশনের পর বাইন মাছটি অপসারণ করতে সক্ষম হন চিকিৎসকেরা। শেবাচিম হাসপাতালের নাক, কান, গলা ও হেড নেক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, মাছটি শ্বাসনালীতে প্রবেশ করায় কাইয়ুমের শ্বাসকষ্ট হচ্ছিলো।

    ৬ ঘণ্টা ধরে অপারেশনের পর বাইন মাছটি অপসারণ গলা কেটে বের করা সম্ভব হয়েছে, তিনি এখন আশঙ্কামুক্ত।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...