More

    বরিশালে ভ্যাপসা গরম, অবশেষে বৃষ্টি

    অবশ্যই পরুন

    বরিশালে বেশকিছু দিন যাবত ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে আছে।

    টানা কয়েকদিনের গরমে অস্বস্তিতে ছিল নগরবাসী। তীব্রগরমে সবচেয়ে কষ্ট পোহাচ্ছে নিন্মআয়ের খেটে খাওয়া মানুষ। মাঝে মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও গরম অনুভুত হচ্ছে বেশ। সকাল থেকেই প্রচন্ড গরম অনুভূত হয়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গরমের তীব্রতাও।

    তবে বেলা সাড়ে ১২টার পর থেকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরেছে। কমেছে তাপমাত্রাও। বৃষ্টির সাথে হালকা বাতাস অনুভুত হয়।

    স্বস্তির বৃষ্টিতে ভিজতে দেখাযায় অনেককে। বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দুপুর ১২ টা পর্যন্ত বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

    এরআগে রোববার বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশালের দুএক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো কয়েকদিন থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হবে। তবে বৃষ্টি স্থায়ী হবেনা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালী-৩  আসনে বিএনপি প্রার্থী স্থগিত: জোট রাজনীতিতে নতুন অঙ্ক

    স্টাফ রিপোর্টার: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালীর চারটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে...