More

    বরিশাল রূপাতলীতে ঝড়ে দেয়াল ধসে হোটেল মালিক ও কর্মচারী নিহত

    অবশ্যই পরুন

    বরিশাল নগরের বহুতল ভবনের ছাদের দেয়ালের অংশ ধসে পাশের টিনশেড খাবার হোটেলের ওপর পড়ে দুজন নিহত হয়েছেন। সোমবার (২৭ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে নগরের রুপাতলী লিলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন- হোটেল মালিক লোকমান হোসেন ও কর্মচারী মোকছেদুর রহমান। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বড়বিঘাই গ্রামে। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর হোটেল কর্মচারী সাকিব। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক এসব তথ্য জানিয়েছেন। সকালে ঘটনাস্থলে থাকা ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, নির্মাণাধীন তিনতলা ভবনটির ছাদের ওপরের দেয়াল বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ধসে পাশের টিনশেড খাবার হোটেলের ওপর পড়ে। এতে টিনের চালসহ দেয়ালের নিচে চাপা পড়ে ঘুমন্ত হোটেল মালিকসহ দুই কর্মচারী। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

    এদিকে এই বিষয়ে যথাযথ বিল্ডিং কোড ও নিরাপত্তা নিশ্চিত করে ভবন নির্মাণ করা হয়েছে কিনা তা খতিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কোতোয়ালি থানার সহকারী কমিশনার নাফিজুর রহমান।

    এদিকে সোমবার (২৭ মে) দুপুর ২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে নিহত লোকমান ও মোকসুদুলের পরিবারকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে জেলা প্রশাসক শহিদুল ইসলাম ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা তুলে দেন।

    এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই ও বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব উল্লাহ মজুমদার উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে নিজের দোকানে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

    ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারে দর্জির দোকান থেকে মো. ছাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...