ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলের বিভিন্ন জেলা এখনও বিদ্যুৎবিহীন। এতে দুর্যোগকবলিত এলাকার অধিকাংশ ব্যবহারকারীর মোবাইল ফোনে চার্জ না থাকায় বন্ধ হয়ে গেছে।
দূর-দূরান্তে থাকা পরিবারের সদস্যরা তাদের খোঁজ নিতে না পেরে উৎকণ্ঠায় সময় পার করছেন। দুর্যোগের এ সময়ে সব অপারেটরের গ্রাহকদের সুবিধায় খুলনা ও বরিশাল অঞ্চলের ১২৩টি টাওয়ারে মোবাইল ফোন চার্জ দেওয়ার সুযোগ করে দিয়েছে অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন।
সেখানে বিশেষ ব্যবস্থায় টাওয়ার সচল রেখেছে প্রতিষ্ঠানটি৷ সোমবার (২৭ মে) রাত সাড়ে ১১টার দিকে গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া নোটিশে এ তথ্য জানানো হয়েছে।