বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ড বঙ্গবন্ধু কলোনি সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে জাহাঙ্গীর ঘরামী (২৫) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ত্রিশ গোডাউন সংলগ্ন যমুনা তেল ডিপোর কাছে থেকে তাকে উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর অত্র এলাকার মৃত আব্দুল বারেক ঘরামীর ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ মে সোমবার সকালে ঝড়ের মধ্যে কীর্তনখোলা নদীতে গোসল করতে যায় জাহাঙ্গীর। পরে আর ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে থাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ট্রলার করে মাইকিং করতে থাকে। ঝড়ের কারনে তাদের খোজাখুজির কার্যক্রম ব্যহত হয়। পরবর্তীতে ঝড় থেমে গেলে পরের দিন সকালে আবার খুজতে বের হয়। মঙ্গলবার ২৮ মে দুপুরে লোকজন যমুনা তেল ডিপোর কাছে মানুষ সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পানিতে নামে।
পরে জাহাঙ্গীর এর লাশ উদ্ধার করা হয়। এরপর তার পরিবারের কাছে হস্তান্তর করে। জাহাঙ্গীর প্রায় সময় নদীতে ডুব দিয়ে মাছ ধরতো। তার মৃগী রোগ থাকা সত্ত্বেও পরিবারকে ফাকি দিয়ে মাছ ধরতে যেত বলে জানায় স্থানীয়রা।
ধারনা করা হচ্ছে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিশ্বাস বন্ধ হয়ে মারা যায় সে।