বরিশাল নগরীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. শাহজাহান খন্দকার (৬৩) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।
শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৯ টায় নগরীর ১নং ওয়ার্ডস্থ কমিশনার গলিতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতেই বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরআগে সন্ধ্যা ৭ টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার শাহজাহান নগরীর পাসপোর্ট গলির আনুর ভাড়াটিয়া ও মৃত হাবিউুল্লাহ খন্দকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে- বাসার পাশে চায়ের দোকানে চা আনতে গেলে দোকানদার শাহজাহান শিশুকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা করেন। এ সময় শিশুটির লজ্জাস্থানে হাত দেয় লম্পট শাহজাহান।
পরবর্তীতে শিশুটি ডাক চিৎকার দিলে স্থানীরা এগিয়ে আসে। পরে তারা কাউনিয়া থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন- শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিত শিশুকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।