More

    বরিশালে গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশালে ৫০০ গ্রাম গাঁজাসহ হিরা খলিফা (৩৪) নামের এক মাদকবিক্রেতা গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    বৃহস্পতিবার রাতে কোতয়ালি মডেল থানাধীন কালুশাহ সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ জানায়, ওই এলাকার হিরা খলিফা দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্য চালিয়ে আসছে, এমন খবরের ভিত্তিতে হিরা খলিফাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়।

    বৃহস্পতিবার রাতে পরিদর্শক মাহবুল কবিরের নেতৃত্বে এসআই চম্পা আক্তার, এএসআই রতন কুমার সিকদার এবং এএসআই শাহাদাত হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    এই ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অডিট আপত্তিতে কর্তন ববির ১০ কোটি টাকা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫-২৬ অর্থবছরের অনুমোদিত বাজেটের ১০ কোটি টাকা কর্তন হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আপত্তিতে ববি...