More

    আজ তৃতীয় ধাপের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচন

    অবশ্যই পরুন

    আজ রোববার তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে শনিবারই প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন অফিস। বিশৃঙ্খলা ঠেকাতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

    নির্বাচনের প্রস্তুতি হিসেবে শনিবার সকাল থেকেই উপজেলার ৬০টি নির্বাচনী কেন্দ্রে সব সরঞ্জামাদি নেয়া হয়েছে। ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা। নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত (আনারস) এবং বাকাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী (দোয়াত কলম)।

    ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার (উড়োজাহাজ), উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সর্দার (মাইক), উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সবুজ আকন (টিউবওয়েল), উপজেলা যুবলীগের সহ—সভাপতি সাহাবুদ্দিন মোল্লা (তালা), ছাত্রলীগ নেতা সঞ্জয় বাড়ৈ (চশমা)।

    এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মলিনা রানি রায় (প্রজাপতি), উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাফিজা ইয়াসমিন (ফুটবল), উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য পবিত্র রানি রায় (কলস), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ—মহিলা বিষয়ক সম্পাদক মনিকা সরকার (হাঁস)।

    এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বাসুদেব সরকার বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৬০টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১লাখ ৩৪ হাজার ১শ ৩৩জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৬শ ৫৮জন এবং নারী ভোটার ৬৬ হাজার ৪শ ৭৫জন। চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    উপজেলার ৬০টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৭০জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩১৮জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৭১৮জন পোলিং কর্মকর্তাসহ মোট ১১০৬জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। তাছাড়া ভোট প্রয়োগের বিষয়ে সাধারণ ভোটারদের নিয়ে ব্যাপক কাজ করা হয়েছে।

    নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। নির্বাচনে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। তাছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশসহ বিভিন্ন ইউনিটের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে ৫টি ইউনিয়নে ১০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। অর্থাৎ সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট উপলক্ষ্যে আজ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...