More

    পথচারীর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়কে রুহিতারপাড় মিশু ফিলিং স্টেশনের সামনে পথচারীর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে চালকসহ দুই জন নিহত হয়েছেন।

    সোমবার (১০ জুন) বিকেল ৬টায় পটুয়াখালী থেকে ছেড়ে আসা মোটরসাইকেল মিশু ফিলিং স্টেশনের সামনে আসলে মহাসড়কের পশ্চিম পাশে রুহিতারপাড় জামে মসজিদের এক মুসল্লি দৌড় দিয়ে সড়ক পার হতে গেলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে পথচারী ছিটকে পড়ে মারা যান। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাঁটাতারের বেড়ার উপর পড়লে কাঁটাতারে গলা কেটে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

    নিহত মোটরসাইকেল চালক বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের সাগর ও নিহত পথচারীর বাড়ি সিলেট সদর সিটি কর্পোরেশন এলাকার ২৩নং ওয়ার্ডে তার নাম নুরজামান (৬০)।

    রুহিতারপাড় জামে মসজিদের মুসল্লিরা জানান, নিহত নুরজামান সিলেট থেকে তাদের সঙ্গীদের সাথে তাবলীগ জামাতে বরিশালে আসছিলেন। বিকেলে মসজিদ থেকে ঘুরতে বের হয়ে তিনি দুর্ঘটনার শিকার হয়।

    বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আফজাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পুরো জাতি প্রস্তুত, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: প্রেস সচিব

    অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও কাজ করতে...