More

    আব্দুর রইচ সেরনিয়াবাতের এর যতীন্দ্রনাথের বিরুদ্ধে অভিযোগ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত পরাজয়ের কারণ ও দুই— একটি মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করার কথা উল্লেখ করে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

    গতকাল শনিবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক সরদার হারুন রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় পরাজিত উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, অসাম্প্রদায়িকতার লীলা ভূমি আগৈলঝাড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল দাঙ্গা—হাঙ্গামা সৃষ্টি করতে চেয়েছিল।

    উপজেলা আওয়ামীলীগের নেতাদের কঠোর অবস্থানের কারণে তাদের সেই আশা সফল হয়নি। যার জন্য তারা দেশের স্বনাম ধন্য দুই— একটি মিডিয়ার কর্মীদের ডেকে মিথ্যা বক্তব্য দিয়ে সংবাদ প্রচার করেছে। সেই প্রচারিত সংবাদে আগৈলঝাড়ায় নির্বাচন পরবর্তীর সহিংসতায় বাড়ি—ঘর ভাঙচুর ও ভোটারদের হুমকি—ধামকি দেওয়ার কথা প্রচার করা হয়েছে। যা আদৌ সত্য নয়।

    ওই রিপোর্টে বাড়ি—ঘর ভাংচুরের যে ছবি দেখানো হয়েছে তা আগৈলঝাড়া উপজেলার নয়। বে—সরকারি ভাবে বিজয়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রী মিডিয়ার সামনে মিথ্যা ও অসত্য বক্তব্য তুলে ধরেছেন। সে আগৈলঝাড়া উপজেলায় সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চেয়েছেন। আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী যে অভিযোগ করছেন তা যদি সঠিক হতো তা হলে আগৈলঝাড়ার সংবাদকমীর্ ও পুলিশ প্রশাসন সবার আগে জানতো।

    উপজেলার সীমান্তবতীর্ পশ্চিম উত্তর এলাকায় ভোটের ফলাফলে ভোটের হার অস্বাভাবিক ছিল। ফলাফল ঘোষনার সময় পাশ^র্বতীর্ এলাকার অপরিচিত লোকজনের উপস্থিতি ছিল চোখে পরার মত। মতবিনিময় সভায় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত বলেন, উপজেলা পরিষদ নির্বাচন ও নির্বাচন পরবতীর্ সময়ে শান্তিপূর্ন পরিবেশ বজায় রেখেছি। কাউকে আগৈলঝাড়া উপজেলার শান্তিপূর্ন পরিবেশ অশান্ত করতে দেব না।

    যতীন্দ্র নাথ মিস্ত্রী দলের কেউ নয়। সে দলের বহিস্কৃত সাধারন সম্পাদক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন—সাধারন সম্পাদক সাইদুল সরদার, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশ্রাফ আলী মীর ও মুরাদ শিকদার, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...