ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ভার্মি কম্পোস্ট উৎপাদন, ব্যবহার, বাজারজাতকরণ ও জৈব চাষাবাদে কৃষকদের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় লোক সংঙ্গীত, পথ নাটক ও মাল্টিমিডিয়া প্রদর্শন ও ভার্মি কম্পোস্ট সারের ব্যবহারিক উপকারিতার লিফলেট বিতরণ করা হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরঅঁাক মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধরিত্রী প্রকল্পের মার্কেট প্রমোশন কর্মকর্তা মি: জর্জ বৈরাগীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য রনজিৎ ভক্ত।
শেষে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরি এবং বাজারজাতকরণের জন্য কারিতাস বাংলাদেশের ধরিত্রী প্রকল্পের উদ্যোগে আগৈলঝাড়ায় মাল্টিমিডিয়া প্রদর্শন ও ভার্মি কম্পোস্ট (কেঁচোসার) ব্যবহারিক উপকারিতার লিফলেট বিতরণ করা হয়।