বরিশালের আগৈলঝাড়া থেকে গোপালগঞ্জের মোকসেদপুরে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাস চাপায় ৫ জনকে হত্যার ঘটনার মামলার ঘাতক বাস চালক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব।
গ্রেপ্তারকৃত আসামী কালুপাড়া গ্রামের আবুল বাশার শরীফের ছেলে আল—আমীন শরীফ সবুজ। বরিশাল র্যাব—৮ এর সিনিয়র এএসপি মেজর জাহাঙ্গীর হোসেন জানান, গত ২০ মার্চ একটি মাইক্রোবাস ঢাকা থেকে মাদারীপুর যাওয়ার পথে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন ডোমরাকান্দি এলাকায় পৌছেলে বিপরীত দিক থেকে বেপরোয়া ও দ্রুতগতিতে আসা গ্লোবাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ৫জনের মৃত্যু হয়। পরে এঘটনায় ওই দিনই গ্লোবাল পরিবহনের চালকের নামে মোকসেদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। রোববার (১৬ জুন) বিকেলে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব—৮ এর সিনিয়র এএসপি মেজর জাহাঙ্গীর হোসেন ও ডিএডি সুমন বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে চাঞ্চল্যকর বাস চাপায় পিষ্ট হয়ে ৫ জনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলার পলাতক প্রধান আসামী গ্লোবাল পরিবহনের চালক আল—আমীন শরীফ সবুজকে গ্রেপ্তার করা হয়।
পরে রোববার গ্রেপ্তারকৃত আসামী আল—আমীন শরীফ সবুজকে মোকসেদপুর থানার মাধ্যমে গোপালগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।