More

    আগৈলঝাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারণে তিন সন্তানের জননী এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা গ্রামের অতুল বেপারীর স্ত্রী তিন সন্তানের জননী ইতি বেপারী (৪২) (১৬ জুন) রোববার রাতে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    মৃত ইতি বেপারীর ছেলে অসিম বেপারী জানান, তার বাবা অতুল বেপারীর সাথে পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের ঝগড়া হলে তিনি অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে ইতি বেপারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিরন হালদার তাকে মৃত ঘোষণা করে।

    খবর পেয়ে রোবার রাতে আগৈলঝাড়া থানার উপ—পরিদর্শক মো. মনিরুজ্জামান গলায় ফাঁস দেয়া ইতি বেপারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

    সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ইতি বেপারীর লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...