More

    আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। অনুষ্ঠিত সভায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    সভায় উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, আব্দুস সাত্তার মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মলিনা রানি রায়, আওয়ামী লীগ নেতা পিয়ারা ফারুক বক্তিয়ার, সাইদুল সরদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার,

    ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, যুবলীগ সভাপতি কামরুজ্জামন সেরনিয়াত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...