More

    বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে মিতু আক্তার নামে এক দশম শ্রেণি পড়ুয়া মাদ্রাসা ছাত্রী। জানা যায়, উপজেলাযর রঙ্গশ্রী ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত আমিনুল ইসলাম মন্টুর মেয়ে মিতু আক্তারের সঙ্গে একই গ্রামের আনিস মল্লিকের ছেলে রায়হান মল্লিকের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল।

    এরই সূত্র ধরে গত মঙ্গলবার রাতে মিতু আক্তারের মা বাসায় না থাকার কারণে প্রেমিক রায়হান বাসায় ঢুকে মিতুর সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং বাড়ির লোকজনের বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে প্রেমিক রায়হান পালিয়ে যায়। এ ঘটনা মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে।

    পরবর্তীতে বুধবার মিতু আক্তার প্রেমিক রায়হানের বাড়িতে সকাল থেকে বিয়ের দাবিতে অনশন শুরু করে। রায়হানের পরিবার মিতু এবং রায়হানের সম্পর্ক মেনে নিবে না বলে জানান।

    এমনকি মিতুকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করে এবং বাসার গেটে তালা মেরে রাখে। মিতু তার বিয়ের দাবিতে রাহানের বাসার সামনে বসে থাকে।

    এ বিষয়ে মিতু জানান, রায়হান যদি তাকে বিয়ে না করে তাহলে সে আত্মহত্যা করবে। এ ঘটনার পর থেকে প্রেমিক রায়হান পালিয়ে রয়েছেন।

    বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তফা বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...