More

    ঢাকা-বরিশাল মহাসড়কে পাঁচ দিনে নিহত ৬

    অবশ্যই পরুন

    ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল জেলার অংশে গত পাঁচ দিনে পৃথক পাঁচটি দুর্ঘটনায় ৬ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের তিনজন নারী ও তিনজন পুরুষ। এদিকে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে প্রতিদিন অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।

    তথ্যমতে, বৃহস্পতিবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৪২) নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের আটিপাড়া এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে গ্রেটবিক্রমপুর যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বৃষ্টি আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়। উজিরপুর উপজেলার শিকারপুর এলাকায় মঙ্গলবার দিনগত রাতে মহাসড়ক পার হতে গিয়ে সাকুরা পরিবহণের ধাক্কায় ইসমাইল ব্যাপারী (৭৫) নিহত হয়েছেন।

    রোববার নগরীর কাশিপুর এলাকার মহাসড়কে ব্যাপারী পরিবহণের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের চালকের সহকারী সোহাগ (১৯) ও কুমিল্লার বাসিন্দা অজ্ঞাতনামা সুপারভাইজার (৪০) মারা যান। শনিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজে দুটি থ্রি হুইলারের সংঘর্ষে স্বপ্না বেগম (৫০) মারা যান।

    বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, মহাসড়কে গতিসীমা মেনে গাড়ি চালাতে চালকদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর দায়ে একাধিক চালককে অর্থদণ্ড করা হয়েছে। নিরাপদ যাত্রা নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...