ওবায়দুর রহমান অভি, দুমকি প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে দুমকিতে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৩জুন) সকাল ৮টায় দলীয় কার্যালয়ে সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, সহ-সভাপতি ও মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার,
আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী মৃধা, দপ্তর সম্পাদক মাইনুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আলমগীর হোসেনের নেতৃত্বে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এক আনন্দ রেলি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করাহয়।