More

    কলাপাড়া পৌরসভায় খালের সীমানা দখল করে তোলা স্থাপনা অপসারণের কাজ শুরু

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের মাঝখান দিয়ে প্রবাহিত স্লুইস খালের পাড়ের স্থাপনা অপসারণের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা পেয়েই স্থাপনার মালিকরা স্বেচ্ছায় অপসারণ কাজ শুরু করেছে।

    সোমবার সকাল থেকে এতিমখানার পুলের পাশের একটি স্থাপনা অপসারণ করতে দেখা গেছে। যেটির নিচতলায় শিকদার বুটিকস নামের একটি পোশাক বিক্রির শো—রুম ছিল। মালিক ফিরোজ সিকদার জানান, এ ভবনটির যে পরিমাণ জায়গা খালের সীমানায় রয়েছে সেটি অপসারণের নির্দেশ পেয়ে স্বেচ্ছায় অপসারণ করা হচ্ছে। তবে তার অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হচ্ছে বলে দাবি করলেন।

    ডেকোরেশন থেকে শুরু করে বৈদ্যুতিক মালামাল সব খুলে মূল স্থাপনা অপসারণের কাজ চলছে। সহকারী কমিশনার (ভূমি) কিংবা উপজেলা নির্বাহী অফিসার কলাড়া অফিস থেকে নিশ্চিত করা যায়নি কতগুলো স্থাপনা অপসারণ করা হচ্ছে।

    তবে কলাপাড়া পৌরসভাসূত্রে জানা গেছে, এতিমখানার পুল থেকে রহমতপুর পর্যন্ত খালের সীমানা দখল করে যে-সব স্থাপনা করা হয়েছে তা অপসারণের কাজ শুরু হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, খালটির সদর রোডের স্লুইসের উৎসমুখ থেকে দুইপাড়ের অংশ দখল করে বহুতল ভবনসহ বিভিন্ন ধরনের স্থাপনা করা হয়েছে। তাও অপসারণ করা হোক।

    এ খালটি দিয়ে কলাপাড়া পৌরসভার সকল ধরনের পানি চলাচলের একমাত্র পথ। শহরকে জলাবদ্ধতা থেকে রক্ষার একমাত্র উপায়। যেটি দখল— দূষণের কারণে ভরাট হয়ে এখন খাল নেই বললেই চলে। নালায় পরিণত হয়েছে। পরিণত হয়েছে বর্জে্যর ভাগাড়ে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সপ্তাহে দুদিন ছুটির সুবিধাসহ ৩৫ হাজার টাকা বেতনে চাকরি

    জাগো ফাউন্ডেশন ট্রাস্ট সম্প্রতি সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে...