More

    দুমকীতে অধ্যক্ষের রুমে ছাত্রলীগের হামলায় আহত- ৫

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকীতে সরকারি জনতা কলেজের অধ্যক্ষের রুমে বসে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সুধা’র বিরুদ্ধে।এতে নূর আলম সিকদার ও আরাফাত মোল্লাসহ ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার(২৬ জুন) বেলা ১২টার দিকে ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু সুফিয়ান সুধা’র নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

    সূত্র জানায়, সদ্যঘোষিত কমিটির সভাপতি সানাউল্লাহ হিরা ও সাধারণ সম্পাদক মোঃ মঈন সিকদার কলেজ অধ্যক্ষ আবদুল লতিফ হাওলাদারের সাথে তাঁর রুমে দেখা করে গেলে প্রতিপক্ষ গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সুধা’র নেতৃত্বে কয়েকজন কর্মী সমার্থক তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

    এতে নূর আলম সিকদার(২১), আরাফাত মোল্লা(১৬),  রিফাত মৃধা(২১), মো: ইমরান হোসেন(২২) ও মো: মুসা(২১) নামের ৫জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কলেজ ছাত্রলীগের সভাপতি সানাউল্লাহ হিরা বলেন, অধ্যক্ষ স্যারের সামনেই হঠাৎ করে পেছন থেকে সুধা’র নেতৃত্বে খায়ের, মিজান, সাঈদ, নূর আলম, রাফিন, সুমনসহ আরও কয়েকজন আমাদের ওপর হামলা করে।

    এতে আমার সেক্রেটারি সামান্য আহত হলেও ২ জন গুরুতর আহত হয়েছেন। এদিকে আহত নূর আলম সিকদার দাবি করেন, সেইদিন সুধা ও আবু সাঈদের মিছিলে যাওয়ার জেরে আজ সকালে হিরা ও মঈনের লোকজন আমাকে প্রথমে মারধর করে। পরে অধ্যক্ষের রুমে সুধাসহ ৫/৬ জন বিচার দিতে যাই। কিন্তু সেখানে আগে থেকে উপস্থিত থাকা হিরা, মঈনসহ কয়েকজন বহিরাগত শিক্ষার্থী নিয়ে অধ্যক্ষ স্যারের সামনেই আমাকে স্টীল পাইপ দিয়ে আঘাত করে।

    অভিযোগের বিষয়টি অস্বীকার করে আবু সুফিয়ান সুধা বলেন, আসলে কেউ হামলা বা মারামারি করতে অধ্যক্ষের রুমে যায় না। মূলত নূর আলমকে সকালে যারা মারধর করেছে আমি তাদের বিরুদ্ধে অধ্যক্ষ স্যারের কাছে বিচার দিতে গেছিলাম।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে অধ্যক্ষ আবদুল লতিফ হাওলাদার বলেন, নূতন কমিটি পাওয়ায় ওরা( সভাপতি ও সাধারণ সম্পাদক)  আমার সাথে দেখা করতে আসে। হঠাৎ সুধাসহ বেশ কয়েকজন ছাত্র  আমার রুমে ঢুকে ওদের ওপর হামলা চালায়। এতে আমার রুমের আসবাবপত্রেরও ক্ষয়ক্ষতি হয়েছে। জানতে চাইলে পটুয়াখালী জেলা শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর হাসান আরিফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু’র নিজ হাতে গড়া সংগঠনে কোন উচ্ছৃঙ্খল ছাত্রের জায়গা নেই

    । অচিরেই তদন্ত করে উপযুক্ত ব্যাবস্থা নেয়া হবে। দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ঘটনা শোনার সাথে সাথে ক্যাম্পাসে গিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, গত ১৫ জুন সানাউল্লাহ হিরাকে সভাপতি ও মো: মঈন সিকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি দেয় পটুয়াখালী জেলা শাখা ছাত্রলীগ।

    কিন্তু এ সিদ্ধান্ত অমান্য করে ওই কমিটির বিরুদ্ধে ২৪ জুন মিছিল করে সহ সভাপতি আবু সাঈদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সুধা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শর্ত পূরণ করলে নতুন পজিশনে দেখা যাবে নেইমারকে

    ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সিতে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ দিয়ে জাতীয়...