More

    কলাপাড়ায় প্রন্তিক কৃষকদের প্রধানমন্ত্রীর উপহারের গাছ বিতরণ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকায় দুর্যোগ সহনীয় বনাঞ্চল সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রধানমন্ত্রীর উপহারের ছয় হাজার নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।

    কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল ১১ টায় কলাপাড়া কৃষি অফিসের গোডাউন মাঠে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর এই উপহারের নারিকেল চারা বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেনের সভাপতিত্বে এ নারিকেল গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলী আহমেদ, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা। কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন জানান, ২০২৩—২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র ১২০০ কৃষককে পাঁচটি করে প্রধানমন্ত্রী এই উপহারের ছয় হাজার নারিকেল চারা তুলে দেয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শর্ত পূরণ করলে নতুন পজিশনে দেখা যাবে নেইমারকে

    ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সিতে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ দিয়ে জাতীয়...