More

    কলাপাড়ায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে যানবাহনসহ হাজারো মানুষের চলাচল ধসে পড়ার শঙ্কা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা থেকে কলেজবাজারগামী সড়কের কোডেক অফিস সংলগ্ন কাটাভাড়ানির খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটির চরম জীর্ণদশা।

    প্রতিদিন বিভিন্ন স্কুল—কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থীসহ হাজারো সাধারণ মানুষ অটোসহ বিভিন্ন ধরনের যানবাহন এই ব্রিজটি পার হয়ে চলাচল করছে। অন্তত ২০ বছর আগে নির্মিত আয়রন ব্রিজটির মাঝের অংশের ঢালাই ভেঙ্গে রড বেড় হয়ে গেছে। দুইদিকের সংযোগ সড়কে খানাখন্দ। এভাবে বছরের পর বছর চরম ঝুঁকি নিয়ে এই ব্রিজটি ব্যবহার করছে মানুষ।

    ফলে যে কোন সময় ব্রিজটি ধসে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠক ও সমাজসেবী গাজি রাইসুল ইসলাম রাজিব জানান, অনেক আগেই এ ব্রিজটির ঢালাই মাঝখান থেকে ভেঙ্গে গেছে। স্থানীয়ভাবে কিছুটা সংস্কার করা হয়েছে। বর্তমানে খুব খারাপ অবস্থা।

    তারপরও কোন উপায় না থাকায় ৫—৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও প্রতিদিন হাজারো সাধারণ মানুষ অটোসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে চলাচল করছে। ব্রিজটির নিচের আয়রন স্ট্রাকচারে জং ধরে গেছে। শীঘ্রই সংস্কার করা প্রয়োজন। একাধিক অটোচালক জানান, তারা যাত্রীদের কারণে এই ব্রিজটি ঝুঁকি থাকলেও ব্যবহার করছেন। কলাপাড়া এলজিইডির প্রকৌশলী মোঃ আবুল হোসেন জানান, ওই স্পটে একটি আরসিসি ব্রিজ করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে কোমর বেঁধে মাঠে নামলো জামায়াত, ব্যস্ত এমপি প্রার্থীরা

    বাকেরগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করে চলেছেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর...