More

    দুমকীতে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৩১৮ বস্তা সরকারি চাল উদ্ধার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকীতে ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের বাড়ির ওপরের চাচা সৈয়দ হাবিবুর রহমানের বসত ঘর থেকে ৩১৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এতে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    শনিবার(২৯ জুন) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার জলিশা গ্রামে সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের বসত বাড়ির পূর্ব ভিটিতে হাবিবের ঘরে চেয়ারম্যানের নিজের রাখা চাল অভিযান চালায় দুমকী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিন মাহমুদ।

    জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর জানান, ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী জেলের কষ্টের কথা চিন্তা করে আমার বাড়িতে অর্থাৎ তাদের সুবিধাজনক স্থানে চাল বিতরণের এ সিদ্ধান্ত নিয়েছি। পরিষদ থেকে চাল আনতে প্রত্যেকের অনেক টাকা খরচ হয়ে যায়।

    এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহিন মাহমুদ কে জানান, ইউনিয়ন পরিষদের বাইরে চাল মজুদ করার বিধান নেই। আপাতত চালের বস্তাগুলো সীলগালা করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...