বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় মুচি মিঠু ও তার সন্ত্রাসী বাহিনী মোহাম্মদ আলী মিয়া ও তার ছেলে আল আমিন, রুবেল, ভাইয়ের ছেলে কামাল কে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
আহতরা হলো ১০ নং ওয়ার্ড ডিসি অফিস কমপাউন্ড এলাকার বাসিন্দা মৃত মোতালেব মিয়ার ছেলের পরিবার। বর্তমানে তারা মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত সূত্রে জানা যায়, মুচি মিঠু লঞ্চঘাটের ছিনতাই ও চুরির মোবাইল বিক্রি করার সাথে জড়িত।
বৃহস্পতিবার মুচি মিঠু চোরাই মোবাইল বিক্রি করে জৈনক ব্যক্তি সাইফুল এর কাছে। ঘটনার দিন সেই মোবাইল জোরপূর্বভাবে নিতে চাইলে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এসময় চায়ের দোকানে বসে থাকা আল-আমিন পুলিশের সহযোগিতা নিয়ে মীমাংসা কথা বলে।
এতে ক্ষিপ্ত হয়ে মুচি মিঠু ও তার সহযোগী রাজু অকথ্য ভাষায় গালিগালাজ করে। আলামিন প্রতিবাদ করলে দাঁড়ালো চাকু ও জুতা সেলাইয়ের সুই দিয়ে মুচি মিঠু ও রাজু এবং মিঠুর স্ত্রী সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়।
এ সময় তার চিৎকার শুনে বাবা ও ভাইয়েরা বাঁচাতে ছুটে আসলে তাদেরকে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিম ভর্তি করে।